তোমাকে
দাঁড়ানো দেখে ঐ ফুল বাগান ক্ষেতে
এ- মন
মৌমাছি বেশে উত্থানে উঠিল মেতে।
তুমি কে-গো সোহাগী?
করেছ মন-মনের বৈরাগী।
বেড়ায়
মন ক্ষেতে ক্ষেতে
সোহাগী- তোমায় কাছে পেতে।
কাশ-বন
কে চাষ করিল এই মরা নদ কূলে
শুকনো
হৃদয় জেগে উঠিল- ঐফুলের সুবাসে।
শাপলা ফুল-নাক-ছবি তার
হলদে শাড়ি অপরাজিতার!
ডেকেছে
তার ধারে মন হেসে
ফুল ফোটেছে মরা ঘাসে।
চাঁদের
জোছনা অকালে ঝরে পড়ে গায়
হাসিল
চাঁদ হাসনে- ঐ সোহাগী হায়!
চাঁদ বাঁকা ঠোঁটের হাসিতে
মন চলেছে হাত ধরিতে।
অকাল
চিন্তায় অর্ধ-মরি মরি
কেমনে ঐ সোহাগীর হাত ধরি।
রচনাকালঃ
১১/১১/২০১৯ইং
ভাটিকাশর-বড়বাড়ি,
ময়মনসিংহ
ভালো কিছু মন্তব্য করুন
উত্তরমুছুন