শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

আমার পথ- এনামুল হক পাইলট

SHARE



যে মোর গায়ে পুঁড়া ইট ছুড়বে
আমি তার শির নিবো বাহুতে।

হ্যাঁ ইহাই আমার পথ। কাহারো সাথে মিষ্টি মিষ্টি কথা বলিয়া তাহার সাথে আমার মিল রাখিতে হইবে ইহা আমি কখনো ভাবি না।আমি সবসময় ভাবিয়া থাকি, কেউ যদি আমার সামনে অন্যায় করিয়া বেড়ায় তাহলে আমি তাহার বিরুদ্ধে দাঁড়াইয়া প্রতিবাদ করিবো। ইহাই আমার পথ ইহাই আমার নৈতিকতা।
নিজেকে কোনো একটি বড় স্থানে পৌঁছে দিবার জন্য চোখের সামনে কেউ অন্যায় করিয়া কাহারো উপর আঘাত করিবে এবং আমি তাহা দেখে যাইবো ইহা আমার পক্ষে সম্ভব নহে। বার বার কাহারো মুখের ধমক শুনিয়া আবার তাহার পিছনে পিছনে লেজ ধরিয়া হাঁটিব আমি সেরকম মানুষ নহে। আমি তেমন একজন ব্যক্তি প্রয়োজনে তাহার রেজখানা ছাড়িয়া আপন হিম্মতে কোনো অচেনা পথের প্রান্তরে ছুটিব। তবুও আমি তাহার লেজ ধরিয়া চলিব না। নদীর উল্টা স্রোতে চলিবার চেষ্টা করিব এবং যদি যেতে নাই পারি তবে যেদিন মোহনায় গিয়ে পৌছাবো সেদিন অচেনা নদীর ঘাটে আমি হারিয়ে যাবো। তবুও আমি আমার সত্যের এবং প্রতিবাদের হাত ধরিয়া চলিব।
প্রতিটি প্রাণীর মধ্যে যেমন বন্য রহিয়াছে তেমন আমাদের মানুষের মধ্যেই খু-মানুষ রহিয়াছে। যেমন কছিু মানুষ তাহাদের ধর্ম লইয়া প্রতারণা করিয়া বেড়ায় এবং মন-প্রাণ ও তনু লইয়াও প্রতারণা করিয়া বেড়ায়। কিন্তু তাহাদের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াইবে এমন মানব সন্তান খুবই কম রহিয়াছে। মাঝে মধ্যে প্রতিবাদ করিয়া দাঁড়াই, কার সাথে প্রতিবাদ করিয়া দাঁড়াই? প্রতিবাদ করিয়া বেড়ায় যাহাদের ক্ষমতা দুর্বল এবং হিম্মতহীন তাদের সামান্য অপরাধের জন্যও প্রতিবাদ কারয়া কণ্ঠ তুলিয়া দেয়। কিন্তু ইহা আমার পথ নহে, ইহা আমার নৈতিকতা নহে।

তুমি বাদশাহ আমি ক্রীতদাস
অন্যায় করিবে-মারিব শাবল!
সাব্বাস সাব্বাস।

হ্যাঁ ইহাই আমার পথ এবং নৈতিকতা। আমি ক্রীতদাস বলিয়া বাদশাহর একটি অন্যায় কাজ আমি ন্যায় বলিয়া নিতে পারিবনা। তাহলে আমার আদর্শ পথের মাঝে একটি কলঙ্ক বসিয়া থাকিবে এবং যাহা চিরকালের জন্য। কিন্তু আমি ন্যায়ের পথের একজন পথিক হইয়া ইহা করিতে পারিব না। তাই আমি আমার পথেই চলিব সর্বদা।
আমি যে পথ ধরিয়াছি ইহা হইতে কেহ সরাইতে পারিবেনা। আমার সামনে ঝড় আসিয়া যদি বাঁধা দিবার চেষ্টা করিয়া থাকে তাহলে আমি হাসি মুখে তাহাকে বলিব, আমাকে নিয়া যাও। তোমার গতি যে প্রান্তরে গিয়া থামিবে বা তোমার যেখানে লইয়া ‍যাইবার আজ ইচ্ছা হইয়াছে আমাকে লইয়া যাও তবুও আমি আমার পথ ছাড়িয়া যাইবো না।
যদি এই পথের মাঝখানে মৃত্যু আসিয়া দাঁড়াইয়া বলিয়া থাকে, মৃত্যু। তাহলে আমার বুকের পাঞ্চর তাহার হাতে খোলিয়া দিবো এবং সেই মৃত্যুকে জয় করিয়া লইবো।

SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):