শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

বাংলাদেশ -শুভব্রত লাহিড়ী

SHARE


এই তো দেশ বাংলাদেশ
সেই তো আমার মায়ের দেশ
ঘাম ঝরানো দিনের শেষে
রাত্রি ছড়ায় ঘুমের কেশ।

বাংলাদেশ আমার দেশ
মায়ের বোনের ভাইএর দেশ
অমল আলোর কোমল প্রদীপ
বুক ভরে দেয় প্রেম অশেষ।

ধানের দেশ  পানের দেশ
প্রানের এবং গানের দেশ
বিভেদ ভুলে আমরা সবাই
মনের সুখে কাটাই বেশ।

নদ নদী আর ফলের দেশ
স্বচ্ছ শীতল জলের দেশ
মা গো তোমায় প্রণাম জানাই
ঠাঁই পাবে না দ্বন্দ দ্বেষ।

স্বপ্ন মোদির স্বাধীন দেশ
সেই তো আমার মায়ের দেশ
অমল আলোয় কোমল প্রদীপ
বুক ভরে দেয় প্রেম অশেষ।


SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):