শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

হে মানব -ফরহাদ হোসেন

SHARE
হে মানব আদরে তুমি দিলে মোরে ঠাই
মনের অন্তরে চিহ্ন পোষে রাখিয়া পাই।
মানবের কাছে মনুষ্য কতো দিবে পাড়ি 
একতা দ্বারে কেন রাখিবে মোরে আড়ি।
চিন্তা নিদ্রায় করোনা সজা ব্যাস্ত কাজে
বেঁচে থাকার ভাবনা একি রুটে বাজে।
তুমি মানব আমি মানব কিসে বেদাবেদ
ধর্ম কে রাখিবে মনের অন্তরে সেই হেদ।
মানব তুমি মিলেমিশে থাক সকলে মাঝে
জগৎ ভরে উদ্ভ্রান্ত অশ্রু কেন তবে ভাসে।
হিন্দু মসলিন বৌদ্ধ খ্রিষ্টান থাকি ঐ মিশে
মানব তুমি হৃদয়ে বেদনা আছো শীর্ষে।
মিলেমিশে মানবে ঐক্য ঘিরে আছে প্রাণ
শ্রেষ্ঠ জাতির সুখের কর্ম ধরে ফুলে ঘ্রাণ।
হে মানব জাগো তুমি জাগো মুখে হাসি
দলবে প্রাণে জুড়ে মিলেমিশে আসি।


SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):