পরাধীনতার মুখোশ উন্মোচনে বেরিয়েছি
পরম স্বাধীনতার দরজায়,
সম অধিকার লক্ষ্য সমঝোতা
এসেছি শহুরে তবে স্বাধীনতা কোথায়?
আমি গার্মেন্টস নারী শ্রমিক।।
আমি এক গার্মেন্টস নারী বলছি??
নেমেছি মাঠে বাস্তবতায়,
দিন নেই আর রাত নেই
খেটে মরি সুই-সুতায়।
আমি গার্মেন্টস নারী শ্রমিক।
গার্মেন্টস নারী শ্রমিক বলে
হয়'তো-নয়'তো মানুষ,
আধুনিক সমাজ আত্ম-মর্যাদা
বিলুপ্তপ্রায়
কি বলে থাকেনা হুশ।
আমি গার্মেন্টস নারী শ্রমিক।।
আমি এক গার্মেন্টস নারী বলছি??
বাঁচিবার তরে
আমি'তো পারতাম পতিতার মত
বিক্রিত-বিকৃত বিছানায় শুয়ে,
নাহ! আমি'তো করি নহে
ঈশ্বর ভয় আছে দেহ জুড়ে।
তবে কেনো তবুও কেনো
আমাকে কুদৃষ্টিতে আখ্যা দিবে।
আমি গার্মেন্টস নারী শ্রমিক।।
তবে এই সমাজ শিক্ষিত সমাজ
ভালো-মন্দ করেছে এক,
কমেছে লাজ ধ্বংসের মুখে সমাজ
সবে মিলে দ্যাখ।
আমি গার্মেন্টস নারী শ্রমিক।।
আমি এক গার্মেন্টস নারী বলছি??
ছাড়িয়াছি বহুদূর গঞ্জ কিংবা মাতৃভূমি
কর্মকে ধর্ম ভেবে,
কাজে-কাজেই যায় যে বেলা
গঞ্জকে ভুলে গেলাম কবে।
কাজ করি দেশ গড়ি
শ্লোগান জপেছি মনে,
নারী'রা বধির-নির্বোধ নহে
সবে অঙ্গীকার পণে।
আমি গার্মেন্টস নারী শ্রমিক।।
অসাধারণ
উত্তরমুছুন