রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

ষড়ঋতুর দেশ- সাইমা সাদিয়া

SHARE











ষড়ঋতুর দেশ

             সাইমা সাদিয়া

ঋতুর সেরা বাংলাদেশ
ধরেছে তার নানা বেশ।
বৈশাখ-জ্যৈষ্ঠ মিলে হয় গ্রীষ্ম
গ্রীষ্ম আসে গরম নিয়ে
তার তাপাতে কাঁঠাল পাকে।
আষাঢ়-শ্রাবণ নিয়ে আসে বর্ষা
বর্ষা সাজে কালো মেঘ,
ঝরায়ে স্রোতের ধারা।
ভাদ্র-আশিন নিয়ে হয় শরৎ
শরৎ আসে মেঘলা মনে
চুপটি আকাশ নিয়ে।
কার্তিক অগ্রাহণ মিলে হয় হেমন্ত
হেমন্ত তো শান্ত ছেলে
শান্ত থাকে তার বাতাসে।
পৌষ আর  মাঘ মিলে আসে শীত
শীত আসে ভাই কাঁপনি মেরে
গরম ভাপা পিঠা খেতে
ফাল্গুন-চৈত্র মিলে হয় বসন্ত

ঋতুরাজ সে তার রূপের ছন্দে।
কোকিলের গান, সিগ্ধ বাতাস
ফুলের সুবাস কিছুই যেস যায় না বাদ।
সবকিছুকেই লাগছে ভালো
কেউ করোনা মনটি ছোট।  
SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):