প্রতিটি
প্রাণীর মধ্যে যেমন বন্য রহিয়াছে তেমন আমাদের মানুষের মধ্যেই খু-মানুষ রহিয়াছে।
যেমন কছিু মানুষ তাহাদের ধর্ম লইয়া প্রতারণা করিয়া বেড়ায় এবং মন-প্রাণ ও তনু লইয়াও
প্রতারণা করিয়া বেড়ায়। কিন্তু তাহাদের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াইবে এমন মানব সন্তান
খুবই কম রহিয়াছে। মাঝে মধ্যে প্রতিবাদ করিয়া দাঁড়াই, কার সাথে প্রতিবাদ করিয়া
দাঁড়াই? প্রতিবাদ করিয়া বেড়ায় যাহাদের ক্ষমতা দুর্বল এবং হিম্মতহীন তাদের সামান্য
অপরাধের জন্যও প্রতিবাদ কারয়া কণ্ঠ তুলিয়া দেয়। কিন্তু ইহা আমার পথ নহে, ইহা আমার
নৈতিকতা নহে।
এনামুল হক পাইলট
0 মন্তব্য(গুলি):