ফিরে এসো হে যুবক
ফিরে এসো হে যুবক!
আর কত? খেলবে আত্মার সাথে,
আর কত? জুলুম করবে দেহের সাথে
কখনো কি? সুষ্ঠ মস্তিষ্ক করেছো কি? গভীর চিন্তা,
কখনো কি? ভেবেছো সঠিক ভুল-ভ্রান্ত কোনটা,
তব এবার ফিরে এসো।
ফিরে এসো হে যুবক!
জানো কি? পাপের শহরে মগ্ন-ব্যস্ত পাপীষ্ঠ,
জানো কি? কত-শত পাপে ভারী হচ্ছে ভূ-পৃষ্ঠ।
বুঝো কি? সকাল-সন্ধ্যা গান বাজনায় মত্ত মোরা,
বুঝো কি? রঙ্গিন তৃষ্ণার জলে নারী দেহ চলে-বলে।
তব এবার ফিরে এসো।
ফিরে এসো হে যুবক
তবে কি? সুপ্ত রঙ্গিন যৌবন উত্তাল ঢেউয়ে পাহাড় সম গুনাহ,
রবে কি?দীর্ঘস্থায়ী নশ্বর বুকে একবারও চেয়েছি কি? পানাহ।
যাবে কি? অতলে চিন্তা করেছো কি একবারও,
তবে কি? মুক্তি পথ উন্মুক্ত
তুমি এসো যুবক।
তোমায় ডাকছে হে প্রিয় প্রভু,
ক্ষমা চেয়ে নাও মাপ পাবে তবু।
তব ফিরে এসো
তবুও ফিরে এসো হে যুবক।।।
0 মন্তব্য(গুলি):