শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

উপাসনা- এনামুল হক পাইলট

SHARE



আমি যার জন্য ছন্দ হারা বিরহের কবি
সে ছিল মোর আঁধার নয়নের নিত্য রবি।
পড়ে আছে আজ কলমটা
টেবিলের উপর
কষ্টের ভূমিকম্প হৃদয়ে
কাঁপছে তর তর।
হারিয়েছি মোর কবিত্ব সাধনা
অশ্রু মাখা নয়নে তোমার আরাধনা।

যে হাতের পরশে ছন্দে-ছন্দরা গাইতো গান
সে হাতের মৃত্যু হয়েছে, হারিয়েছে প্রাণ।
রক্তাক্ত লাশ পড়ে আছে
জনতার রাজপথে
ক্ষত-বিক্ষত চিহ্ন আহা!
বিরহের আঘাতে।
কবিতার ছন্দ-চরণ সব ছিল তোমার সাধনা
পিপাসীত হৃদয় তোমার আরাধনা।


রচনাকালঃ ২৬/০৯/২০১৯ইং
ভাটিকাশর-বড়বাড়ি, ময়মনসিংহ

SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):