শতবর্ষের মুজিব নামা -
কবি ডা.মিজান মাওলা। রচনা কাল- ২১/০১/২০ ইং
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, শত বছরে একধাপ আগালি। কিযে তারুণ্য তোমার বুলি, তোমার ডাকে আজো চলি। তুমি শ্রেষ্ঠ সংগ্রামী নেতা, তুমি বাঙালি জাতির পিতা। তুমি ক্ষণগণনা সূর্য পুরুষ, তুমি আমার প্রাণের মানুষ। তোমার চেতনায় জাগ্রত বাঙালি, তোমাকে নিয়ে বিশ্বদরবারে বলাবলি। তোমার প্রেরণায় উজ্জীবিত বাঙালি, তোমার আহ্বানে স্বাধীন সোনালী। তুমি আজ আমাদের নয়নমণি, তুমি আত্মসম্মানে বিশ্ব ধনী। তুমি রক্তাক্ত বাংলাদেশের মানচিত্র, তুমি মায়ের ভাষার বৈচিত্র্য। তুমি দুর্নীতি মুক্ত গণমানুষের আওয়াজ, তুমি বঙ্গবন্ধু মুজিবুর রহমান শাহনেওয়াজ। তোমার জন্মের শতবর্ষে মুজিব নামা আমার কবিতা, তোমার আত্মজীবনী বহিঃপ্রকাশ ঘটেছে ভুখন্ডের দুর্জয়ের স্বাধীনতা।
কবি ডা.মিজান মাওলা। রচনা কাল- ২১/০১/২০ ইং
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, শত বছরে একধাপ আগালি। কিযে তারুণ্য তোমার বুলি, তোমার ডাকে আজো চলি। তুমি শ্রেষ্ঠ সংগ্রামী নেতা, তুমি বাঙালি জাতির পিতা। তুমি ক্ষণগণনা সূর্য পুরুষ, তুমি আমার প্রাণের মানুষ। তোমার চেতনায় জাগ্রত বাঙালি, তোমাকে নিয়ে বিশ্বদরবারে বলাবলি। তোমার প্রেরণায় উজ্জীবিত বাঙালি, তোমার আহ্বানে স্বাধীন সোনালী। তুমি আজ আমাদের নয়নমণি, তুমি আত্মসম্মানে বিশ্ব ধনী। তুমি রক্তাক্ত বাংলাদেশের মানচিত্র, তুমি মায়ের ভাষার বৈচিত্র্য। তুমি দুর্নীতি মুক্ত গণমানুষের আওয়াজ, তুমি বঙ্গবন্ধু মুজিবুর রহমান শাহনেওয়াজ। তোমার জন্মের শতবর্ষে মুজিব নামা আমার কবিতা, তোমার আত্মজীবনী বহিঃপ্রকাশ ঘটেছে ভুখন্ডের দুর্জয়ের স্বাধীনতা।
0 মন্তব্য(গুলি):