জনম নিয়ে আসবো আবার
রমানাথ নিশি
আবার আমি আসবো ফিরে
সময় যখন হবে,
চিরজীবন তোমার কথা
মনের ঘরে রবে।
কাজের খোঁজে গেলাম দূরে
আনতে কিছু টাকা,
বন্ধু তুমি ভালো থেকো
থাকছি আমি ঢাকা।
দিবানিশি দু'জন মিলে
কতই কথা হতো!
মায়ার বাঁধন ছাড়তে হলো
বক্ষে নিয়ে ক্ষতো৷
দশটি বছর কেটে গেলে
আসবো ফিরে গাঁ'য়ে!
নিজের জীবন ধন্য হবে
দাঁড়াবো নিজ পা'য়ে।
ততদিনে আমার আশায়
থেকো পথের পানে,
জীবন দিয়ে বাসি ভালো
এই হৃদয় তো জানে।
মনের কথা বলব কারে
কেউ থাকে না পাশে!
শত ব্যথায় দিন কাটে গো
তোমায় পাবার আশে!
তোমায় পাবার আগেই যদি
মরণ এসে ধরে,
জনম নিয়ে আসবো আবার
এই ধরণির 'পরে৷
0 মন্তব্য(গুলি):