ভালো মনুষ্যত্বের অভাব
তুলি চৌধুরী যা কিছু আমার প্রাপ্য, তা থেকে বরাবরই বঞ্চিত হই। এই সাধারণ আমিটা। জানিনা সৃষ্টিকর্তার কোন ইশারা কিনা! তবে মানুষ নামক প্রাণী গুলো খুবই স্বার্থপর, এক কথায় তুলনাহীন মানবজাতি।। এই মানব কুলে কখনো স্বার্থ ছাড়া পা' দিতে দেখিনি। কিছুসংখ্যক স্বার্থপর মানব নামের প্রাণীকে, যাদের জন্য বিনা স্বার্থে লড়ে গেলাম। সবার আগে তারাই নিজের স্বার্থ উদ্ধার করতে ব্যস্ত,
এটি মনে হয় মানুষের বড় বৈশিষ্ট্য। খুবই আশ্চর্য হই তাদের দেখে যারা বিনা স্বার্থে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল কোন একদিন কিন্তু দিন শেষে তারাও রং বদলায় । স্বার্থপরদের মতোই বদলে যায়। বিনা স্বার্থে যত শ্রম দিয়েছি। সব আজ শূন্যের খাতায় সীমাবদ্ধ। নাম কুড়াতে কেউ আজ পিছিয়ে নেই । আমি অধম নিজের স্বার্থটা আজও বুঝলাম না। আজও বুঝলামনা স্বার্থহীন মানুষ খুব কম সংখ্যক আছে । ছায়ার মত যাদের মাথায় ছাতি হয়েছিলাম। সবার আগে তারাই ক্ষত-বিক্ষত করে দিয়ে গেছে। এই সাধারন মেয়েটিকে। ভালো থেকো আমার স্বার্থপর মানুষগুলো। আমি থেমে যাইনি কখনোই যাবো না। সৃষ্টিকর্তা স্বয়ং নিজে আমার পাশে আছেন। আজ পর্যন্ত তিনি আমায় খালি হাতে ফিরিয়ে দেননি। শুকরিয়া আদায় করি আমি আমার রবের কাছে।
0 মন্তব্য(গুলি):