সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

সে কি আসবে কাল -সেখ নুরুল হুদা

SHARE
কাব্য ও কবিতায়
                         সেখ নুরুল হুদা

আমার নিজস্ব কবিতায় সাজাবো কাব্য বাগান
যেখানে মরমী গানের সুরে আসে বিপ্লব,
যেখানে পুঁজিবাদের দ্বারে ছুয়ে যায় সংগ্রাম
            আমৃত্যু কাল।

আমার প্রেম বাসরের স্বপ্ন, অভিমান
যেখানে জন্ম নিয়েছে কুশ আর লব;
যেখানে আদা শহুরের প্রতিটি গ্রাম
     জ্যোৎস্না-রাতের কাঙাল।

আমার সুসংহত কাব্য অভিযান
যেখানে তামিল সাহিত্য পেল "কুরাল" পল্লব;
যেখানে প্রাকৃতির রূপ-রস-গন্ধ-নাম
      থাকবে অনন্ত কাল।
SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):