"ভাষা "
জসিম উদ্দীন
ওরা চেয়েছিল মায়ের, ভাইয়ের ভাষা কেড়ে নিবে
ওরা বলেছিল উর্দূ হবে বাংলার রাষ্ট্র ভাষা,
ওরা তাও করতে পারে নি, কেননা আমরা বিজয়ী জাতি বাঙালি মোদের নাম।
আমি ৫২ দেখিনি, দেখছি তাদের লেলিহাম শিখার কিছু খন্ড চিত্র..
বিবর্ণহীন মৃতপ্রায় শরীরে আত্মচিৎকার ওরা কারা, ওরা কারা,
আমি বলি ওরা পাকসেনা, ওরা রাষ্ট্রদ্রোহী, ওরা কালসাপ।
আমি এখনোকি ভাবি ৭১ সেই, কালোরাত্রির কথা যেদিন তারা ভূস্বর্গের অপেক্ষা করছিল ভোরের..
কিন্তু তারা আর দেখিনি সেদিনকার ভোর..
আমি ভাবি ২ লক্ষ মা বোনকার কথা তারা কি মুখ দেখেয়েছিল এই স্বাধীন বাংলায়..
নাকি! মিশে গিয়েছিল সবুজ বাংলায়?
আমি ত বলি ৩০ লক্ষ বীর শহীদের কথা তারাও ত করেছিল বেঁচে থাকার আর্তনাদ?
আজ তাদের দাম কোথায়! কোন এক দুই দিবসে তাদের স্মরণ করলেই কি হয় সম্মান?
আমি বলি আমরা স্বাধীন সমাজে এখনো পরাধীনতার নগরে বসে! তাদের স্মরণ করছি
ভালো থেকো, বীর যোদ্ধাগন, ভালো থেকো ২ লক্ষ মা বোন।
0 মন্তব্য(গুলি):