রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

বঙ্গবন্ধু -রুবেল খান

SHARE
বঙ্গবন্ধু রুবেল খান কালে কালে কালোত্তীর্ণ শ্রেষ্ঠ বজ্রকণ্ঠ, তোমারই অবদানে স্বাধীন ভূখন্ড। তুমি হুংকার দিয়ে তুলেছিলে ঝড়, পাকের বিরুদ্ধে যুদ্ধ কে আপন পর। তুমি জনতার পক্ষে সত্যের নিশান, সাত কোটি বাঙালির বিজয়ের গান। ভয় নেই উচ্চ শির জয় হিমাদ্রীর, তুমি চলনে বলনে রাজ রাজশ্রীর। তুমি পাকের আতঙ্ক;কারাবন্দী বন্ধু, নাকে লাশ পোড়া গন্ধ চারদিক ধূধূ। নারীর সম্ভ্রমহীন কেঁপে উঠে বুক, সবখানে ভরে গেছে হারানোর শোক। সবাইকে জড়ো করে হাতে রেখে হাত, মুক্ত চায় পরাধীন ভুলে সব জাত। অস্ত্রহীন জনগণ মনোবল মন, একতায় মুক্তি আছে এই ছিল পণ। বিদেশি সুযোগ ভোগ পেয়ে সাধ্য মতো, কেটে যায় কষ্ট আর দুখ ছিল যত। যুদ্ধে যায় সবে মিলে জন্ম বাংলায়, নতুন স্বপ্ন দু'চোখে আপ্রাণ চেষ্টায়। সবাই যুদ্ধে সৈনিক ছিল না অধীন, সত্যের বিজয় হলো বাংলা স্বাধীন। ইতিহাস লিখে রাখে ভুলে না তো বিন্দু, জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি বঙ্গবন্ধু।
SHARE

Author: verified_user

0 মন্তব্য(গুলি):